রেজিস্ট্রেশনের নিয়মাবলী
- চাঁদা পরিশোধ করার পর রেজিস্ট্রেশন করুন।
- চাঁদার হার নিম্নরূপ
ব্যাচ | এলামনাই চাঁদার হার | স্পাউস চাঁদার হার | সন্তান (৫+)/জন | অতিথি/জন |
’৯৬- ’০৯ | ২০০০/= | ১০০০/= | ৫০০/= | ১০০০/= |
’১০- ’১২ | ১৫০০/= | |||
’১৩- ’১৫ | ১০০০/= | |||
’১৬- বর্তমান ছাত্র/ছাত্রী | ৫০০/= |
- ফরম ইংরেজিতে পূরণ করতে হবে।
- আপলোডের ছবির সাইজ সর্বোচ্চ ৫০০ কেবি হতে হবে।
- ছবির নাম Student ID তে রিনেম করতে হবে।
- বিকাশ মার্চেন্ট একাউন্ট নম্বর- ০১৮৮৯৫৯৮৫৫০। বিকাশে “পেমেন্ট” অপশনে যেতে হবে। Reference এ আপনার Student ID দিতে হবে।
- ব্যাংক একাউন্ট নম্বর- “এগ্রোটেকনোলজি এ্যালামনাই এসোসিয়েশন (এএএ); সঞ্চয়ী হিসাব নং- ০২০০০১৫০৭৫৭৮০; অগ্রণী ব্যাংক লিমিটেড, খুলনা বিশ্ববিদ্যালয় শাখা।
- বিকাশ ও ব্যাংক একাউন্টের পাশাপাশি ব্যাচ কোর্ডিনেটরদের নিকটও চাঁদা প্রদান করা যাবে।
- চাঁদা পাঠিয়ে ব্যাচ কোর্ডিনেটরকে জানানোর অনুরোধ করা হলো।
- সমস্যা হলে ০১৭১৮৭৩২৮৪৩ নম্বরে যোগাযোগ করতে হবে।